মেসে মেসে ঘুড়ে চুরি এবং প্রতারণা করে চলেছে এক ছদ্মবেশী ভবঘুরে
রাজশাহীর বিভিন্ন স্থানে মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণা করে যাচ্ছে এক মধ্য বয়সী যুবক।
রাজশাহীতে বিভিন্ন ছাত্রাবাসে বিভিন্ন পরিচয়ে মেস ভাড়া নিয়ে চুরি এবং প্রতারণা করে চলেছে মধ্য বয়সী ছদ্ম পরিচয়ধারী প্রতারক মোঃ শাহরিয়ার হোসেন।
রামেক হাসপাতাল ক্যান্টিনে বিভিন্নজনের প্রায় ২০ হাজার টাকা চুরি এবং প্রতারণা করে। তালাইমারি হিন্দুপাড়া মেস থেকে নগদ ৫০০০ টাকা, দুইটি স্মার্টফোন এবং কিছু দামি পোশাক চুরি করে। কাজলা আলহাজ্ব ছাত্রাবাস থেকে মোবাইল, টাকা চুরি করে। রাজশাহী বহরমপুর থেকে বিভিন্নজনের ২টি মোবাইল এবং ২০ হাজার টাকা। মেডিকেল ঘোষপাড়া থেকে মোবাইল নগদ টাকা। রাজশাহী শহরের বহরমপুর সহ বিভিন্ন স্থানে, বিভিন্ন জনের মোবাইল, মানিব্যাগ, টাকা,ল্যাপটপ,এয়ারপড,পোশাক সহ অন্যান্য এলাকায় সে এমন অপকর্ম করেছে বলে তথ্য রয়েছে।
তার ভুয়া পরিচয়ে তার নামে একাধিক মামলা রয়েছে।